হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক সেমিনার।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা ১২ আগস্ট: নারী ও শিশু পাচারের মতো ভয়াবহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ হিলি ব্লকের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিলি উচ্চ বালিকা বিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার। এই একদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং হিলি উচ্চ বালিকা বিদ্যালয়, সহযোগিতায় ছিল হিলি বিওপি, বিএসএফ।

অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রীদের প্রাণবন্ত সমবেত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক আলোচনার সূচনা হয়।

সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া মন্দিরা রায়, চেয়ারপারসন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, দক্ষিণ দিনাজপুর; ভাবনা শর্মা, ইন্সপেক্টর ইনচার্জ, হিলি বিওপি, বিএসএফ; সূরজ দাশ, সদস্য, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি; এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতা ভৌমিক।

নিজ বক্তব্যে মন্দিরা রায় বলেন, “নারী ও শিশু পাচার রোধে সীমান্তবর্তী এই এলাকার জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফ এবং হিলি গার্লস হাই স্কুলের যৌথ উদ্যোগ আগামী দিনগুলোতেও আরও জোরদারভাবে চলবে।”

বিএসএফ ইনচার্জ ভাবনা শর্মা মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ, যা কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং সমাজের প্রতিটি মানুষকে একযোগে প্রতিরোধ করতে হবে।”

সূরজ দাশ নারী পাচারের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক প্রভাবের নানা দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বিশেষভাবে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দেন এবং সন্দেহজনক পরিস্থিতি চিহ্নিত করে দ্রুত প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণের মুহূর্তে পুরো প্রাঙ্গণে এক ঐক্যবদ্ধ অঙ্গীকারের আবহ তৈরি হয়—নারী ও শিশু পাচার ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার রোধে সকলে একসাথে কাজ করবেন।

দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বীজ রোপিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতা ভৌমিক অনুষ্ঠানের সফলতা কামনা করে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *