ব্যাগ-মোবাইল উদ্ধার, কিন্তু খোঁজ নেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কৃতিমান বর্মনের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মিলল না আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়াকে।গতকাল বিকেল টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মন্দির সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীঘাটে আসে৷ সেখানেই তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। এদিকে গতকাল ওই জায়গা উদ্ধার হয় কৃতিমান বর্মন নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ, মোবাইল, ছাতা ও সাইকেল সহ অন্যান্য জিনিস। খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও উদ্ধারকারীরা। গতকালের পর সোমবার সকাল থেকে আত্রেয়ী নদীতে তল্লাশি চালালেও তার কোন খোঁজ মেলেনি৷ নিখোঁজ ওই স্কুল পড়ুয়ার বাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা বর্তমানে মিলন সংঘ এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। এদিন সকাল সাড়ে এগারোটায় এনিয়ে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন নিখোঁজ স্কুল পড়ুয়ার বাবা৷ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

