ফালাকাটা কংগ্রেসের প্রতিনিধি দলের সহমর্মিতা জানাতে মৃতের বাড়ি পরিদর্শন।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা কেরালাতে কাজ করতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু হয়। মঙ্গলবার মৃত ওই যুবকের বাড়িতে যান কংগ্রেসের একটি প্রতিনিধি দল। তারা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সহ-সভাপতি তথা ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার ছিলেন ফালাকাটা ব্লক কংগ্রেস সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, কংগ্রেস নেতা সন্দীপ বোস, সুবল দে সরকার, বিনয় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

