চাকরি ও স্কিল উন্নয়নে ‘সুকান্ত মজুমদার’ অ্যাপের সূচনা।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের রেনুকা লজে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে “সুকান্ত মজুমদার” নামাঙ্কিত অ্যাপসের শুভ সূচনা করেন শিক্ষা প্রতিমন্ত্রী।
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে, চাকরির আবেদন করতে পারবে। পাশাপাশি, চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন, এই অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে সেইসব কোর্সে ভর্তি হয়ে স্কিল উন্নয়ন ও চাকরির যোগ্য হয়ে উঠতে পারবে। যদিও তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য করেছেন, তবুও এই অ্যাপসের মাধ্যমে সমগ্র রাজ্য তথা দেশের ছাত্র-ছাত্রীরা চাকরি সুযোগ পাবে।

