গভীর রাতে গোয়ালতোড়ে তিন বুনো হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি ও দুটি দোকান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতের তিনটি বুনো হাতির তাণ্ডব,তান্ডব চালালো অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে,ঘটনায় আতঙ্কের ছায়া পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে তিনটি বুনো হাতি খাবারের খোঁজে তান্ডব চালায় গ্রামে, এই তান্ডবের ক্ষতিগ্রস্ত হয় অঙ্গনওয়াড়ির দরজা সহ দুটি দোকানের সাটার, দোকানের সাটার ও অঙ্গনওয়াড়ির দরজা ভেঙে খাবারের খোঁজ করে তিনটি বুনো হাতি তিনটি, ইতিমধ্যেই বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা, পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে ওই হাতিগুলোকে অন্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের আধিকারিকেরা।

