উকিলের সঙ্গে দেখা করতে এসে আত্মঘাতী, আদালত প্রাঙ্গণে আতঙ্ক।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আদালত চত্বরে এক ব্যক্তির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়। সকাল প্রায় ১১টা নাগাদ জানা যায়, ওই ব্যক্তি নিজের উকিলের সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন। এরপরই আদালত প্রাঙ্গণের একটি কোণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

