ধূমকেতুর সাফল্য কামনায় নৈহাটির বড়মার আশীর্বাদ নিলেন দেব ও শুভশ্রী।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খাদানের পর এবার ধুমকেতু। দীর্ঘ 12 বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায়। সংসদ অভিনেতা দীপক অধিকারী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধুমকেতু । আর সেই ছবির সাফল্য কামনা করে আজ নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে আসেন ধুমকেতু চলচ্চিত্রের কলাকুশলিরা। বড়মার আশীর্বাদ নিয়েই এই ছবির সাফল্য…

