সাপ নিয়ে খেলায় বিপত্তি! চন্দ্রকোনায় সাপের কামড়ে আহত যুবক, আটক দুই সাপুড়ে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি বাড়ি সাপ নিয়ে খেলাতে গিয়ে সাপুড়ে দের কেরামতি! সাপের কামড় খেলো এক ব্যক্তি, অবশেষে গ্রামের মানুষজন সাপুড়ে ও সাপ নিয়ে আহত
ব্যক্তিকে সোজা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মী থেকে শুরু করে পুলিশ। পুলিশ আটক করে নিয়ে যায় সাপুড়েদের। বনদপ্তর উদ্ধার করে সাপটিকে।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে। সাপের কামড় খাওয়া ব্যক্তির নাম সুশান্ত সর্দার। জানায়ায় চন্দ্রকোনা রামজীবনপুর গ্রাম থেকে দুই সাপুড়ে পিরু মাল ও লালু মাল বাড়ি বাড়ি সাপ নিয়ে ঘুরে খেলা দেখায় ও উপার্জন করে। আর সেই সাপুড়েরাই আজ সুশান্তের বাড়িতে গিয়ে সুশান্ত কে বলে এই সাপ আমাদের পোস্য কামড়াবে না, তাই হাতে একটি শিকড় দিয়ে বলে সাপের মাথায় হাত রাখো। সাপুড়েদের কথামতো সুশান্ত এই কাজ করতে গেলে সুশান্তকে কামড়ে ধরে সাপ। আর তাতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য দ্রুত স্থানীয় মানুষজন আহত সুশান্ত সহ সাপটিকে নিয়ে আসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ থেকে শুরু করে বনদপ্তরের কর্মীরা। হাসপাতাল সূত্রে খবর সুশান্ত ভালো রয়েছে। সাপুড়ে দুই জনকে আটক করে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। সাপ উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর এর কর্মীরা।
তবে যাই হোক গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। উদ্ধারকারী বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন এই সাপ সাধারণত এই এলাকায় পাওয়া যায় না এই সাপের নাম রেডসেন্ট বোয়া (বালিবোড়া) তবে এই সাপের বিষ নেই বলেই বনদপ্তর সূত্রে খবর।

