বিধানসভা নির্বাচনের আগে গড়বেতায় বিজেপি ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মন্ডল সভাপতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ শের বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে বিজেপির ভাঙ্গন,মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের তিন নম্বর আমশোল অঞ্চল তৃণমূল দলীয় কার্যালয়ে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তথা বর্তমান বুথ সভাপতি রাজু দাস সহ বেশ কিছু বিজেপির সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করেন, এমনটাই দাবি তৃণমূলের,এই দিন নব তৃণমূল কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি গণেশ চন্দ্র ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কৃষাণ খেতমজুর সেলের সভাপতি দিলীপ ঘোষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান উমারানী মাল,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী আরফিন খান সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা,তবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই ভাঙ্গনকে ঘিরে যথেষ্ট অসস্তিতে পড়তে পারে গেরুয়া শিবির,এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *