জটেশ্বর বাজারে কড়া নজরদারি, পুলিশের উদ্যোগে নিরাপত্তা জোরদার।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- স্বাধীনতা দিবেসের আগে নাশকতামূলক ঘটনা রুখতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে। আগামী শুক্রবার স্বাধীনতা দিবস। তার আগে বুধবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরের ট্রাফিক মোড়, জটেশ্বর বাজার সহ একাধিক জনবহুল এলাকায় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।স্বাধীনতা দিবসের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

