মানবিকতার নজির: বৃহন্নলাদের হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা দিলেন অশোক মিত্র।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বালুরঘাটে বৃহন্নলা সম্প্রদায়ের সঙ্গে রাখি বন্ধনে অংশ নিয়ে নজির গড়লেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সমাজ যাদের প্রায়শই উপেক্ষা করে, সেই মানুষদের সঙ্গে রাখি পূর্ণিমা উদযাপন করে তিনি মানবিকতার বার্তা দিলেন। বৃহন্নলাদের হাত থেকে রাখি পড়ে এবং তাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করলেন তিনি। বর্তমান সময়ে বিভেদ বাড়ানোর প্রবণতার মধ্যে এই পদক্ষেপ সমাজে ঐক্য ও সমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

