কুশমন্ডিতে বিশ্ব আদিবাসী দিবসে সেঙ্গেল অভিযানের পদযাত্রা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ, শনিবার ৯ আগস্ট ২০২৫, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমাজসুধারের বার্তা নিয়ে রাস্তায় নেমে এল আদিবাসী সেঙ্গেল অভিযান। নেশামুক্ত সমাজ গঠন ও আদিবাসী মহিলাদের স্বশক্তিকরণের দাবিতে আয়োজিত এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।
পদযাত্রায় নেতৃত্ব দেন সেঙ্গেল অভিযানের ব্লক সভাপতি প্রদীপ মূর্মূ ও ব্লক পরগনার কার্যকরী সভাপতি বৃন্দাবন হেমরম। অংশ নেন সংগঠনের বহু সদস্য ও সমর্থক।
ব্লক সভাপতি প্রদীপ মূর্মূ বলেন, “বিশ্ব আদিবাসী দিবসে আমাদের এই পদযাত্রার মূল লক্ষ্য নেশামুক্ত সমাজ গঠন ও নারীদের আত্মনির্ভরশীল করে তোলা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে আদিবাসী সমাজ তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে পারে ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে।”

