র্যালি ও রাখি পরিয়ে শুরু আইহো ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আইহো ব্যবসায়ী সমিতির অনুষ্ঠিত হলো ৪০ তম সাধারণ বার্ষিক সভা। বৃহস্পতিবার দুপুরে আইহো বাজার এলাকার এক বেসরকারি লজে এই সাধারণ সভার আয়োজন করা হয়, এদিন আইহো গরুহাট থেকে একটি র্যালি বের করা হয়। যা গোটা আইহো বাজার পরিক্রমা করে পুনরায় গরু হাট এলাকায় শেষ করে। এরপর অনুষ্ঠান কক্ষে উপস্থিত সকলের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের উত্তরীয় ওর ব্যাচ পরিয়ে বরণ করে। শুরু হয় সাধারণ সভা এই সভার মধ্যে দিয়ে প্রায় চার বছরের আইহো বাজারের ব্যবসায়ী সমিতির আয় ও ব্যয় হিসাব সহ ব্যবসায়ী সমিতির বিভিন্ন অভাব অভিযোগ ব্যবসায় সমিতি থেকে শোনা হয়। এছাড়া আগামী দু বছরের জন্য ২১ জনের নতুন কমেটি তৈরি করা হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা ব্যবসায় সমিতির সম্পাদক উত্তম বসাক, সহ-সম্পাদক উজ্জল সরকার, এছাড়াও হবিবপুর থানার পুলিশ অফিসার,অভিজিৎ চৌধুরী এক্সিকিউটিভ মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, প্রদীপ কুণ্ডু এক্সিকিউটিভ কমিটির মেম্বার মালদা মারছেন জিম্বার অফ কমার্স, গোপাল সরকার প্রাক্তন সভাপতি সহ আইহো বাজারে ব্যবসায়ী সমিতির সদস্যরা।

