পুজোর আগে মানবিক মুখ— ধূলাগাঁওয়ে দুর্গাপুজো কমিটির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- এক অভিনব উদ্যোগ নিল ধুলগাঁও কালিবাড়ি হাট দুর্গা পুজো কমিটি। স্থানীয় মানুষদের সেবায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হল বৃহস্পতিবার। ফালাকাটা ব্লকের ধূলাগাঁও কালীবাড়িহাট দুর্গাপূজা কমিটির উদ্যোগে এবং হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া নামের একটি সংস্থার সহযোগিতায় এদিন মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ করা হয়। জানা গিয়েছে, এদিনের ওই শিবিরে দূরদূরান্ত থেকে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন এবং প্রয়োজন মতো ওষুধও নেন। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামীতে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ আরো বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

