আদিবাসী সংস্কৃতির উদ্যাপন ও সরকারি সহায়তা—বিশেষ দিনে কৃষি উপকরণ তুলে দেওয়া হলো বামনগোলায়।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো বামনগোলা ব্লক কমিউনিটি হলে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকা বামনগোলা ব্লকে উদযাপিত হল আদিবাসী দিবস। এই আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি হলে উপস্থিত অতিথিদের বরণ করার পর। পন্ডিত রঘুনাথ মুমু,সিদো কানু, ফুলো মুর্মু ও ঝানো মূর্মুর,ছবিতে মাল্যদান করার পাশাপাশি, প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রজেক্টার এর মধ্যে দিয়ে দেখানো হয়। এছাড়াও এই অনুষ্ঠানে আসা বিভিন্ন দপ্তরের আধিকারি থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য সকলেই এই আদিবাসী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং আদিবাসী সংস্কৃতি তা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানের শেষে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আশা আদিবাসী মানুষদের মধ্যে জমিতে কাজ করার জন্য যেসব জিনিস দরকার হয় যেমন কোদাল ডালি এছাড়াও বিভিন্ন সামগ্রি তুলে দেওয়া হয়।এ বিষয়ে জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজ বামনগোলা ব্লকে কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো আদিবাসী দিবস এই আদিবাসী দিবসে বামনগোলা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের কোন অফিসে গেলে যেসব সমস্যা হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিক উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও, মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার, বামনগোলা এডিও ADO ইন্দ্রনীল শর্মা চৌধুরী, ও অন্যান্য সরকারি আধিকারিকেরা।

