৪–৮ বছর আগে মারা গেছেন, তবু ভোটার লিস্টে নাম! নির্বাচন কমিশনের গাফিলতি?
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ফের একবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। গড়বেতা ৩ নম্বর ব্লকের উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর বেনাচাপড়া অঞ্চলে একাধিক মৃত ব্যক্তির নাম উঠে এসেছে নতুন ভোটার তালিকায়। শুধুমাত্র একটি বুথেই মিলেছে অন্তত পাঁচ থেকে সাতজন মৃত ভোটারের নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাঁরা ৪ থেকে ৮ বছর আগেই মারা গেছেন, তাঁদের নাম এখনও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে। এমনকি অনেকের মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) পরিবারের কাছে থাকা সত্ত্বেও, সংশ্লিষ্ট দফতরের নজরে তা পড়েনি। ফলে প্রশ্ন উঠছে, কিভাবে এমন গাফিলতি চলতে পারে নির্বাচন কমিশনের তরফে?
বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, “এই ধরনের ভুয়ো নাম থেকে ভবিষ্যতে জাল ভোট পড়ার আশঙ্কা রয়েছে। এটা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।”
এই ঘটনায় জেলা নির্বাচন আধিকারিক বা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে এখনও কোনও মন্তব্য মেলেনি। তবে প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীর একাংশও। তাঁদের দাবি, প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের সময় সঠিক তথ্য যাচাই না করেই নাম রাখা হচ্ছে তালিকায়।
এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়।

