ফালাকাটায় বট ও পাকুড় গাছের ধুমধাম বিয়ে, পরিবেশ সচেতনতায় অভিনব উদ্যোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – রবিবার এক নজিরবিহীন উদ্যোগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার চত্বরে আয়োজিত হল প্রাচীন বট ও পাকুড় গাছের বিবাহ অনুষ্ঠান। মঙ্গলঘোষ, সিঁদুর, ফুলমালা আর বৈদিক মন্ত্রে মুখর পরিবেশ — সব মিলিয়ে যেন সত্যিকারের কোনো হিন্দু বিবাহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পাঁচ জন পুরোহিত, যাঁদের মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে এই গাছদুটি বিবাহসূত্রে আবদ্ধ হয়।

ফালাকাটা থানার চত্বরেই বহুদিন ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে এই দুটি বিশাল বৃক্ষ — একটি বট, অপরটি পাকুড়। আয়োজকরা জানান, গাছের প্রতি মানুষের শ্রদ্ধা জাগিয়ে তোলা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানো এবং বৃক্ষকে “পরিবারের সদস্য” হিসেবে দেখা — এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই এই অভিনব উদ্যোগ।

অনুষ্ঠানে স্থানীয় মানুষ, থানা কর্মীরা এবং পরিবেশপ্রেমীরা অংশগ্রহণ করেন। বিয়ের মঞ্চ সাজানো হয় রঙিন কাপড় ও ফুল দিয়ে। নবদম্পতির মতোই সাজানো হয় গাছদুটিকে—একটিকে বর, অন্যটিকে কনে রূপে। এমনকি প্রসাদ বিতরণ, আরতি ও আশীর্বাদের পর্বও ছিল।

এক আয়োজক বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বিয়ের মাধ্যমে আমরা চেয়েছি, মানুষ যেন গাছকে কেবল উপকারী বস্তু নয়, এক আত্মিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখে।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীরাও। তাঁরা মনে করছেন, পরিবেশ নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখন এই রকম সাংস্কৃতিক ভাবনার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ কথা — ফুলমালায় জড়িয়ে দুটি গাছ, আর তার ছায়ায় গড়ে উঠুক এক সবুজ, মানবিক আগামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *