রাস্তার বেহাল দশাই মৃত্যুর কারণ! রানিগঞ্জে অ্যাম্বুলেন্স আসতে দেরি, পথেই প্রাণ গেল সোষ্টি বাওয়ারির।
রানিগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- রানিগঞ্জের রানিসায়ের মোড় কদম ডাঙ্গা এলাকায় গাড়ির ধাক্কায় সোষ্টি বাওয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে ঘটনার পর আহত ব্যক্তি প্রায় আধ ঘন্টা বেঁচে ছিলেন কিন্তু অ্যাম্বুলেন্স সময়মতো না পৌঁছানোর কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার পর, ক্ষুব্ধ জনতা মৃতদেহটি রাস্তায় রেখে হট্টগোল শুরু করে এবং এই ঘটনার জন্য রাস্তার…

