বালুরঘাটের কুমোরটুলিগুলিতে এখন এক অন্য দৃশ্য- মাটি, খড়, রঙ, তুলিতে গড়া চলছে দেবী দুর্গার প্রতিমা।
দক্ষিন দিনাজপুর, বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :-আর হাতে মাত্র দু’মাস। তার পরেই ঢাকের বাদ্যিতে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—শারদীয়া দুর্গাপূজা। শহর থেকে জেলা, সর্বত্র এখন সাজো সাজো রব। সেই উৎসবের আঁচ পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা গঠন ও গহনা প্রস্তুতির কাজ। মৃৎশিল্পী থেকে গহনাশিল্পী—সকলেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন…

