শহীদ দিবসে শহীদেরদের সম্মান দেওয়া হয়না, যারা গুলি চালিয়ে ছিলো তাদের সম্মান দেয় তৃণমূল : দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের পার্টি অফিসে এখন গাঁজা মদ ও মহিলাদের ধর্ষণ করা হয়।আজ সকালে চন্ডিদাস মার্কেটে চা চক্রে এসে এই কথায় বলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন তৃণমূলের শহীদ দিবস অন্য দলের থেকে ধার নেওয়া।শহীদ দিবসে শহীদেরদের সম্মান দেওয়া হয়না।যারা গুলি চালিয়ে ছিলো তাদের সম্মান দেয় তৃণমূল।

