বালুরঘাট শহরে রাস্তাজুড়ে গরুর রাজত্ব! পৌরসভার অভিযানে মুক্তির স্বস্তি।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ধ্যা লাগতেই বালুরঘাট শহরের থানা এলাকা জুড়ে গোবাদী পশুদের বসে মিটিং। যেন দেখে মনে হয় তারা মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বসেছে কোন গোল মিটিং।ফলে প্রতি নিয়ত রাস্তা চলাচলে দুর্ঘটনার সন্মুখিন হতে হয় পথ চলতি মানুষকে। বালুরঘাট শহরের রাস্তায় অবাধে ঘোরাফেরা করা গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। দুর্ঘটনা ও যানজটের প্রতিবন্ধকতা কাটাতে বুধবার…

