গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরিবহন সমস্যা, স্টুডেন্ট ভাড়াও নেই বেসরকারি বাসে।
নিজস্ব সংবাদদাতা, মালদা — বৃহস্পতিবার থেকে শুরু হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। অন্যান্য বার চাঁচল কলেজের সিট পার্শ্ববর্তী সামসি বা হরিশ্চন্দ্রপুর কলেজে পড়লেও এই বছর সিট পড়েছে মানিকচক কলেজে। প্রথম দিনেই পরিবহন ব্যবস্থার কারণে সমস্যার মুখে ছাত্রছাত্রীরা।চাঁচল থেকে মানিকচকের প্রায় দূরত্ব ৫৫ কিলোমিটার। সরাসরি অটো মেক্সিমো বা ছোট গাড়ি চলে না ওই রুটে।চাঁচল থেকে মালদা ভায়া মানিকচকে রুটে চলে না কোনো সরকারি বাস। পরীক্ষার সময় রয়েছে হাতেগোনা কয়েকটি বেসরকারি বাস। সেখানেও নেওয়া হচ্ছে না স্টুডেন্ট ভাড়া। অভিযোগ ছাত্র-ছাত্রীদের। দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের জন্য। সাথে বাস পেলেও থাকছে ব্যাপক ভিড়।বিশেষ বাস চালানোর দাবিতে চাঁচল ডিপো এবং বেসরকারি বাস টার্মিনাসের চেইন অফিসে ডেপুটেশন চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের। প্রথমে কলিগ্রামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে ডেপুটেশন দেওয়া হয়। পরবর্তীতে চাচল কাজী নজরুল বাস টার্মিনাসে আরেকটি ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি এবি সোয়েল, সাধারণ সম্পাদক অংকুর দাস প্রমুখ।

