বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল বালুরঘাট তৃণমূল।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- নানুর দিবস পালনের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে কর্মরত বাংলাভাষীদের ওপর ঘৃণ্য অত্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এদিন বালুরঘাট থানার সামনে বালুরঘাট শহর তৃণমূল কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ সভা করা হয়। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন বালুরঘাট শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল, তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি সুভাষ চাকী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল জানান, নানুর দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতন ও চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এদিন প্রতিবাদ সভা করা হয়।

