সন্তানের নামে গাছ রোপণ: বালুরঘাটে অভিনব পরিবেশ উদ্যোগ দিশারী সংকল্প ও সাইকেল কমিউনিটির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিটি দিনই পরিবেশ দিবস তাই মনোমহোৎসব উদযাপনের পরেও আপনার সন্তানের জন্য একটি গাছের চারা নিন: রোপণ করুন,যত্ন করুন, বড় করুন – ২১ জুলাই এই শিরোনামে ১০০ টি গাছের চারা বিলি করলো বালুরঘাট শহরের থানা মোড়ে দিশারী সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটি। উপস্থিত ছিলেন সম্পাদক্তহীন শুভ্র মণ্ডল,বিজন সরকার, বিভাস দাস অতনু সাহা প্রমূখ।
আমলকি,পেয়ারা, গামারি,মেহগনি গাছের চারা সোহোৎসাহে নিল পথ চলতি মানুষেরাও। শুধু গাছের চারা নেওয়াই নয় নিজের সন্তানের নামে তা রোপন করে বড় করার অঙ্গীকারও নিল তন্ময় দাস, নিতাই কর্মকাররা।
উদ্যোক্তাদের পক্ষে তুহিন শুভ্র মণ্ডল জানান ‘ বনমহোৎসব সদ্য শেষ হলেও গাছ ও পরিবেশের গুরুত্বের কথা আমরা ধারাবাহিক ভাবে জানাতে চাই জন্যই এই উদ্যোগ। গরম বাড়ছে ক্রমশ,আবহাওয়া খামখেয়ালি হচ্ছে। এসবের মোকাবিলায় গাছের মতো বন্ধু আর কে আছে!

