“কেষ্টকে আম খাইয়ে ছিবড়ে ফেলা হয়েছে” — তৃণমূল নেতৃত্বকে নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘুঁটে পোড়ে,গোবর হাসে,ঘুঁটে বলে তোর একদিন আসে,অনুব্রতকে নিয়ে বাকি কর্মীদের উদ্দেশ্যে ঠিক এভাবেই বার্তা দিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রতর অনুপস্থিতি নিয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন আমি শুনেছি কেষ্ট মন্ডলকে নাকি ডায়সে উঠতে দেয়নি পুলিশ, মমতা ব্যানার্জির যে এই ইউ এনথ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন, বালির টাকা তোলালেন, পাথরের টাকা তোলালেন, আর সেই টাকা নিয়ে পার্টি চালালেন, আর সেই ব্যাটাকে আম খেয়ে ছিবড়ে ফেলে দিলেন, এই মমতা রাজনীতি বাকি নেতারা যারা টাকা-পয়সা তুলে আনন্দে নাচছেন তারা দেখুন,ঘুঁটে পোড়ে,গোবর হাসে,ঘুঁটে বলে তোর একদিন আসে, তারাও দেখুন তাদের ভবিষ্যতে এই রকম অপেক্ষা করছে, অন্যদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নবান্ন ও কালিঘাটে ধরনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার বিজেপি নেতাদের বাড়িতে ধরনা দেওয়া হবে, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ এই দিন বললেন কার বাড়িতে আগে ধরনা দেবেন, তাহলে চা জলের ব্যবস্থা থাকবে, তুমি সব দন্ড মুন্ডের কর্তা, আমি করব,আমি জানি,আমি চিনি, উল্টোপাল্টা হলে চাকরি হারা হলে তার দায় কে নেবে, সরকারকেই নিতে হবে, পাশাপাশি শুভেন্দুর উত্তর কন্যা কর্মসূচি নিয়ে তিনি এড়িয়ে যান, তিনি বলেন আমি উত্তর কন্যাতে যাইনি, আমি আমার জেলার কর্মীদের সঙ্গে ছিলাম,সেটা আপনারা দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *