কাঁচা সবজি ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলের গলায়-পিঠে গুলি, তদন্তে হরিরামপুর থানার পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলি বিদ্ধ এক ব্যবসায়ী। গুরুতর অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর এলাকায়। জানা যায়, কাঁচা সবজি ব্যবসায়ী মনোজিৎ মন্ডল প্রতিদিনের মতো সোমবারো ব্যবসার টাকা কালেকশন করে ছোট চার চাকা গাড়ি একাই ড্রাইভ করে হরিরামপুর থানার অন্তর্গত দৌলতপুরের মেহেদী পাড়া থেকে বাড়ি ফিরছিলেন রাত্রি সাড়ে ৯ টা নাগাদ, দুটো বাইকে চারজন দুষ্কৃতী পেছনে ফলো করতে করতে কর্তিপাড়া মোড় ব্যবসায়ীকে লক্ষ্য করে গাড়িতে গুলি ছোড়ে। ডানকানের নিচে গলায় এবং ডান কাধের নিচে পিঠে দুটো গুলি লাগে ব্যবসায়ীকে। ঘটনাস্থলে ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা ব্যবসা কালেকশনের ব্যাগসহ টাকা নিয়ে পালাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি দেখে ডাক্তার মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে রেফার করে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

