“বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা।
ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- “বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা। চার বছর আগে প্রয়াত হওয়া বন্ধু রাহুল ঘোষ–এর জন্মদিনে আজ এক মানবিক কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করলেন তাঁর প্রিয় বন্ধুরা। রাহুলের মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৩০ মে। সেই শোক আজও সমানভাবে বয়ে বেড়াচ্ছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা।…

