শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই বালুরঘাটে ভক্তদের ঢল।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই পুণ্য তিথিতে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। মূলত শিবের মাথায় জল ঢালার জন্য বহু শিবভক্ত সকাল থেকেই জড়ো হন মন্দির প্রাঙ্গণে।
পুরাণ মতে, শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের মাথায় গঙ্গাজল ঢাললে পুণ্য লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়—এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর এই দিনে শিবভক্তরা আশেপাশের গ্রাম ও শহর থেকে এসে অংশ নেন এই মহোৎসবে।
মন্দির কমিটির তরফ থেকে নিরাপত্তা ও ভিড় সামলানোর জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি পানীয় জল, প্রসাদ ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।

