“মারছে তৃণমূল, মরছেও তৃণমূল — এটাই এখন বাংলার রাজনীতি” খড়গপুর শহীদ সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই রাজ্যে নানুর হল, বগটুই হলো, আরো কত কি দেখতে পাবে,মারছে তৃণমূল মরছেও তৃণমূল এটাই হচ্ছে এখন এই বাংলার রাজনীতি। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে শহীদ সভা শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, উল্লেখ্য দিলীপ ঘোষ কে নিয়ে তৃণমূলে যোগ এবং কলকাতার শহীদ মঞ্চে যোগ দেওয়া নিয়ে বহু জল্পনা তৈরি হয়েছিল বাংলার রাজনীতিতে, সেই জল্পনা কাটিয়ে খড়গপুর শহরে বিভিন্ন রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানাতে খড়গপুর শহরে শহীদ সভা করল বিজেপি, এই দিন তিনি আরো বলেন টিএমসি থেকে বাঁচতে হলে দলবেঁধে বিজেপিতে আসতে হবে। অন্যদিকে
জগন্নাথ মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওসব মন্দির  করে কিছু লাভ হবে না। কেউ বাঁচাতে পারবে না। জনতাই আসল জনার্দন। জনতা খুবই জাগ্রত। এখানে মন্দিরের অভাব নেই। মমতা ব্যানার্জি ঠিকভাবে প্রশাসন টা চালাক।
মমতা বন্দ্যোপাধ্যায়দের ভাষা আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি তো বাংলা ভাষাটাই শুদ্ধ করে বলতে পারেনা আবার হিন্দি,?
সাংবাদিকরা প্রশ্ন করেন, ধর্মতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কর্মীরা এসব তারাই পদ্মকে উপরে ফেলবে।
জবাবে দিলীপ ঘোষ বলেন কেজরিয়াল, উদ্ধব থাকরে এবং তার ভাইয়েরা সবাই বলেছিল পদ্ম উপরে ফেলার কথা। এখন তারা কোথায় গেলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *