“মারছে তৃণমূল, মরছেও তৃণমূল — এটাই এখন বাংলার রাজনীতি” খড়গপুর শহীদ সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই রাজ্যে নানুর হল, বগটুই হলো, আরো কত কি দেখতে পাবে,মারছে তৃণমূল মরছেও তৃণমূল এটাই হচ্ছে এখন এই বাংলার রাজনীতি। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে শহীদ সভা শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, উল্লেখ্য দিলীপ ঘোষ কে নিয়ে তৃণমূলে…

