বন্ধুর মায়ের সঙ্গে প্রেমে জড়িয়ে আত্মহনন ২৩ বছরের যুবকের, ত্রিপুরায় চাঞ্চল্য!
ত্রিপুরা, নিজস্ব সংবাদদাতা:- আবারো এক হৃদয় বিদারক ঘটনা ঘটলো ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের চ্যাটার্জি কলোনিতে। বন্ধুর মায়ের সাথে প্রেমে মগ্ন হয়ে পরবর্তী সময় ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল ২৩ বছরের প্রসেনজিৎ শীল নামে এক প্রেমিক। কিন্তু, প্রেমের টান যে বড় গভীর হয়ে পড়েছিল, ৬০ বছরের প্রেমিকা চাইছিল না তার চির সাথী ২৩ বছরের প্রেমিককে হারাতে। তারপর প্রেমিককে হারানোর ভয়ে ব্ল্যাকমেলিং শুরু করল ৬০ বছরের প্রেমিকা। যার ফলে সম্পর্ক থেকে বের হতে পারছিলনা প্রেমিক প্রসেনজিৎ শীল। শেষ পর্যন্ত করুণ পরিণতি, ফেসবুকে সম্পন্ন ঘটনা পোস্ট করে বন্ধুর কথা ভেবে অনুশোচনায় এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিল প্রেমিক ২৩ বছরের প্রসেনজিৎ শীল। তরুণ ছেলেকে হারিয়ে ৬০ বছরের মহিলার শাস্তির দাবি করেছেন প্রসেনজিতের মা।

