প্রতিষ্ঠা দিবসে মানবিক উদ্যোগ, বালুরঘাটে দুস্থ শিশুদের পাশে ব্যাংক অফ বরোদা।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে এক মানবিক নজির গড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ব্যাংক অফ বরোদা। তাদের ১১৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত তিলোত্তমা মেমোরিয়াল উইমেন্স সোসাইটি হোম-এ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দিনে হোমে থাকা ৬০ জন দুস্থ শিশুর হাতে তুলে দেওয়া হয় শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী, যার মধ্যে ছিল খাতা, পেন, পেনসিলসহ অন্যান্য স্টেশনারি দ্রব্য। শুধু তাই নয়, শিশুদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে হোমে ২টি ফ্যান, ৬টি বসার মেট, ৩টি বাসন রাখার ঝুড়ি ও একটি জলের ট্যাঙ্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হোমের শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং শিশুরা নতুন উপহার পেয়ে দারুণ খুশি। তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাই তাদের এই প্রয়াসের মূল প্রেরণা। প্রতিষ্ঠান দিবসে এমন উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানান কর্মকর্তারা। এই ধরনের মানবিক উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অংশ যেমন উপকৃত হয়, তেমনই বৃহত্তর সামাজিক দায়িত্ব পালনের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।

