নদী এগিয়ে আসছে, ঘর হারানোর ভয়ে সাহাপুরের মানুষ—ভাঙন প্রতিরোধে নেই কার্যকর পদক্ষেপ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—এবার নদী ভাঙন সমস্যা দেখা দিল পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনী সংলগ্ন মহানন্দা নদীতে ভাঙন শুরু হওয়ায় ব্যাপক আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, সাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনীতে প্রায় দেড়শো পরিবারের বসবাস। ওই এলাকার পাশ দিয়েই বয়ে গেছে মহানন্দা নদী। সেই নদীতে গত কয়েক দিনে জল বেড়েছে অনেকটাই। আর জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে নদী ভাঙন। জলের ধাক্কায় একটু একটু করে ধসে পড়ছে নদীপাড়। যা দেখে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য বছর কয়েক আগেও মহানন্দা নদী তাদের এলাকা থেকে প্রায় ৫০ মিটার দূর দিয়ে বয়ে যেত। কিন্তু পাড় কাটতে কাটতে এখন নদী অনেকটাই এগিয়ে এসেছে। এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে নদী। তার উপর অল্প অল্প করে ভাঙন হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তাদের গগৃহহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়ে তারা পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু ভাঙন প্রতিরোধে কেউ কোন উদ্যোগ গ্রহণ করেননি। এই প্রসঙ্গে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি জানান, বিষয়টি তার গোচরে রয়েছে। কিন্তু পঞ্চায়েতের সীমিত ফান্ডে নদীপাড় বাঁধানো সম্ভবপর নয়। তাই বিষয়টি তিনি সেচ দপ্তরকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *