তিন দিনের মাথায় ধৃত চুরি কাণ্ডের মূল অভিযুক্ত, সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয়ে গ্রেপ্তার।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ১৬ /১৭ রাতে কুমারগঞ্জ থানার অন্তর্গত পোস্ট অফিস ও সংলগ্ন ব্যাংকে তালা ভেঙ্গে দুস্ক্রিতিরা ঢোকার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বালুরঘাটে এস পি চিন্ময় মিত্তাল সংবাদিক বৈঠক করে জানায় আসে পাসের সি সি ক্যামেরার ফুটেজ দেখে এবং তদন্ত করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় কুমারগঞ্জ থানার পুলিশ দুই জনকে গ্রেফতার করে তাদের নাম সঞ্জীব সরকার(১৮) এবং আলম আজিজ (১৭) । গঙ্গারামপুর থানাতে একজনকে গ্রেফতার করা হয় তার নাম জাখির শেখ(২৩)। আজ এদের বালুরঘাট আদালতে তুলে আরো তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।

