তিন দিনের মধ্যে ফের চুরি, কুমারগঞ্জ ও গোপালগঞ্জে বাইক শোরুমে দুঃসাহসিক হামলা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো চুরির ঘটনায় আতঙ্কিত দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও গোপালগঞ্জ এলাকা l গত তিনদিন আগেই যেখানে কুমারগঞ্জ ব্লকের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে l তিন দিনের মাথায় আবার একই ঘটনার পুনরাবৃত্তিতে আতংকিত এলাকাবাসী l পুলিশকে যেন চ্যালেঞ্জ জানিয়ে এমন দুঃসাহসিক ঘটনা ঘটাবার সাহস করছে দুষ্কৃতকারীরা l
আজ সকালে কুমারগঞ্জের গোপালগঞ্জ এলাকার দুটি বাইক শোরুমে চুরির ঘটনা সামনে আসে l শোরুমের মালিক ও কর্মচারীরা শোরুম খুলে দেখতে পান চুরির ঘটনা l একটি শোরুমের কলাপ্সিবল গেট এর তালা ভেঙে চোরেরা ঢোকে এবং অপর শোরুমে সিঁড়িঘরের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লুটপাট চালায় l নগদ টাকা , মোবাইল ,বাইকের পার্টস , মোবাইল সহ অনেক জিনিস খোয়া যায় বলে জানান শোরুমের মালিকরা l পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *