তিনটি সরকারি চাকরি পেরিয়ে এবার আইআইএস, অভিজিতের সাফল্যে খুশি মালদহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : —ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর।

মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয়ে গণ জ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার। তবে সেটি স্বপ্ন ছিল না তার। বিগত দিনে পোস্টমাস্টার, আদালতে পেশকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। প্রায় তিনটি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় ১৩ বছর পর উচ্চ আধিকারিক হ‌ওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার। তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে।

গ্রাম নয় রাজ্য থেকে এবারের একমাত্র আইআইএস হতে চলেছে মালদহের প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাবা গ্রাম সহ জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *