কাঁচরাপাড়ায় অনুষ্ঠিত হলো “অমর একুশে জুলাই শহীদ স্মরণ” প্রস্তুতি বৈঠক।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা: নদীয়া জেলার রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের অধীনস্থ কল্যাণী ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো “অমর একুশে জুলাই শহীদ স্মরণ” কর্মসূচির প্রস্তুতি সভা।
এই উপলক্ষে কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া শহীদপল্লীতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শুভঙ্কর সিংহ যীশু, কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং, সহ একাধিক জনপ্রতিনিধি এবং দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ।
আসন্ন ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের ঐতিহাসিক সভাকে সফল করে তুলতে ব্লক স্তর থেকে শুরু হয়েছে জোর প্রস্তুতি। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক সচেতনতামূলক বার্তা।

