ফকিরবাজারে তৃণমূল কংগ্রেসের স্মরণ সভা ১৭ জুলাই, সরবেড়িয়া-১ এর নেতৃবৃন্দের যোগদান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দাসপুর ১ তৃণমূল কংগ্রেস পরিচালনায় একুশে জুলাই কে সামনে রেখে দাশপুর থানার অন্তর্গত ফকির বাজার গ্রামে পার্টি অফিসে ১৭ জুলাই এক স্মরণ সভা স্মরণসভার আয়োজন করা হয়েছে ।বিকেল চারটের সময় পথ সবার মাধ্যমেই স্মরণ সভাটি শুরু হবে উপস্থিত থাকছেন সমস্ত তৃণমূল কর্মীবৃন্দ সরবেড়িয়া ওয়ানের নেতৃবৃন্দ তারকনাথ দত্ত ।

