পশ্চিম মেদিনীপুরে তৃণমূল স্ট্রিট হকার্স ও বাস ইউনিয়নের উদ্যোগে শহীদ দিবসের বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা INTTUC র উদ্যোগে ও মেদিনীপুর শহরের সারা বাংলা তৃণমূল স্ট্রিট হকার্স ইউনিয়ন ও মেদিনীপুর বাস পরিবহন ইউনিয়ন সহযোগিতায় আসন্ন ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিছিল ও পথসভা ।
উপস্থিতি ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা INTTUCএর জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয় সঙ্গে , সহ-সভাপতি উত্তম রায় ছিলেন রাজ্য INTTUCএর সম্পাদক প্রার্থ ঘনা, হকার্স ইউনিয়নের সভাপতি লিয়াকত সেক, সাংগঠনিক জেলার INTTUCএর সহ-সভাপতি হুসেন খান, খড়গপুর শহরের INTTUCএর সহ-সভাপতি চঞ্চল দত্ত, আসলাম সহ অন্যান্য বহু নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *