ত্রিপুরায় নির্যাতিতা গৃহবধূর আর্তনাদ: স্বামীর একাধিক বিয়ে, সন্তানসহ অসহায় আকলিমা থানার দ্বারস্থ।

ত্রিপুরা, নিজস্ব সংবাদদাতা:- ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ইরানি থানার অধীন পূর্ব ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম ২০২০ সালে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের রেজাউল হক এর ছেলে জয়দুল হকের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিল। জয়দুল হক গুয়াহাটিতে সার্কাসের ম্যানেজার হিসাবে কাজ করছে। বর্তমানে গৃহবধূ আকলিমা বেগমের একটি মেয়ে সন্তান রয়েছে, যার বয়স পাঁচ বছরের উপরে। গৃহবধূ আকলিমা বেগম আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিয়ের পর থেকে অভিযুক্ত স্বামী জয়দুল হক তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। পরবর্তী সময় স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নেয় গৃহবধূ আকলিমা বেগম। অভিযুক্ত স্বামী জয়দুল হক, আকলিমা বেগমের বিয়ের আগেও আরও একটি বিয়ে করেছে বলে জানিয়েছেন গৃহবধূ আকলিমা বেগম। বতর্মানে বাবার বাড়িতে গৃহবধূ আকলিমা বেগম থাকাকালীন এই সুযোগে কম বয়সের আরো একটি মেয়েকে বিয়ে করেছে অভিযুক্ত স্বামী জয়দুল হক। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে আকলিমা বেগম হতভম্ব হয়ে পড়েন। ছোট্ট মেয়েটিকে নিয়ে সে একা কি করবে ভেবে উঠতে পারছে না। তাদের পারিবারিক ঝামেলাটি আদালত পর্যন্ত গিয়েছে, কিন্তু , তারপর ও পিতৃত্বের দাবি থেকে বঞ্চিত ছোট্ট শিশু কন্যাটি। এবার আবারও ন্যায্য বিচারের দাবিতে লিখিত আকারে অভিযুক্ত স্বামী জয়দুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৈলাসহর মহিলা থানায় মামলা করেছেন অসহায় গৃহবধূ আকলিমা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *