আর্থিং তারে হাত জড়িয়ে মৃত্যু, স্ত্রীকেও ছিটকে দিল বিদ্যুৎ।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- অভিরাম বৃষ্টির জেরে বাড়ি ঘেঁসা বিদ্যুতের খুটির আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির এবং এই মৃত্যুর জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করায় বিদ্যুৎ দপ্তরকে,এই ঘটনাকে ঘিরে বুধবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কুড়িয়া পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মাঝি মার্ডি (৫৫), তিনি পেশায় রাম মার্ডি হাই স্কুলের হোস্টেলের প্রহরী ছিলেন, পরিবারে তার স্ত্রী সনোতি বেসরা ছাড়া এক নাবালক সন্তান রয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে মৃত মাঝি মার্ডি স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল এবং সেখানে বিকাল বেলা তার স্বামীকে ফোন করে কিন্তু ফোনের রিং হলেও সে ফোন তুলেনি, ফোন না তুললে স্ত্রীর সন্দেহ হয় এরপরে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখতে পায় স্বামী বাড়ি ঘেঁসা বিদ্যুতের খুঁটির আর্থিং এর তারে হাত জড়ানো অবস্থায় দিয়ে পড়ে রয়েছে , স্ত্রী তাকে ধরতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে দূরে ছিটকে যায় তখনি জানতে পারে তার স্বামী বিদ্যুৎপৃষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা এসে উদ্ধার করলে ততক্ষণে মাঝি মার্ডির র মৃত্যু হয়েছে এই ঘটনার এলাকায় শোকের ছায়া নামে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন তুরি এবং তিনি পুরোপুরি এই মৃত্যুর জন্য দায়ী করেন বিদ্যুৎ দপ্তরকে কারণ এর আগেও বেশ কয়েকবার বিদ্যুতের খুঁটিগুলো তারে বিদ্যুৎ সংযোগ হয় অনেকে বিদ্যুৎপষ্ট হয়েছে এবং গবাদি পশুও মারা গেছে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোন সূরাহা হয়নি তাই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই আজকে একটি প্রাণ চলে গেল। পঞ্চায়েত সদস্যর দাবি অতি শীঘ্রই যেন বিদ্যুৎ দপ্তর এসব কাজ অতিশীঘ্রই ঠিকঠাক করে কারণ এই ঘটনার পর গোটা এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে।

