পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিডিও অফিসের অ্যাকাউন্ট কাম হেড ক্লার্কের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিডিও অফিসের অ্যাকাউন্ট কাম হেড ক্লার্কের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।। বিডিও অফিসের বড়বাবু অভিষেক গাঙ্গুলী কেশিয়াড়ির ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রত্যেক দিনের মতো অফিসে আজকে না আসায় খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান ভাড়াবাড়ির ৮ নম্বর ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়ে রয়েছে অভিষেক গাঙ্গুলীর দেহ পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ সংগ্রহ করে নিয়ে যায়। দেহের মাথায় এবং গালে ক্ষত চিহ্ন রয়েছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

