দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক পথসভা ঘিরে শুরু হয়েছে চাপানউত্তর।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহর প্রথম দেখলো মাইক বেঁধে গোষ্ঠীদন্দ প্রচার দল বিরোধীদের, বিরোধীদের করা হুশিয়ারি জেলা শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষের। ২১ জুলাই শহিদ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সেই আবহে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক পথসভা ঘিরে শুরু হয়েছে চাপানউত্তর। সম্প্রতি বালুরঘাট টাউন তৃণমূল যুব কংগ্রেস ২১ জুলাই উপলক্ষে এক পথসভা আয়োজন করে। সেই সভাতেই উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী, যার উপস্থিতি নিয়েই বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে। এই প্রদীপ্তা চক্রবর্তী দোন্ডি কাণ্ড সাথে যুক্ত ছিলেন। বিরোধী ছাত্র সংগঠন এসএফআই এবং AIDSO-র দাবি, তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রোহন চক্রবর্তী কিছু মন্তব্য স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দেয়। তাদের অভিযোগ, দলের অন্দরে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলেছে, যারই প্রতিফলন এই সভায় দেখা গিয়েছে। তবে এই অভিযোগকে তীব্র ভাষায় খণ্ডন করেছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।” প্রদীপ্তা চক্রবর্তী দলের টিকিটেই কাউন্সিলর হয়েছেন, তাই তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন বলে মন্তব্য করেন তিনি। অমরনাথবাবুর আরও দাবি, বিরোধীরা দলকে কালিমালিপ্ত করতেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। প্রচারের আলোয় থাকতে চায় বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মন্তব্য করছে তারা। ২১ জুলাইয়ের আগে এই রাজনৈতিক বাদানুবাদ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে বালুরঘাটে। এখন দেখার শহিদ দিবস ঘিরে রাজনৈতিক তরজা কতদূর গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *