মদের ঠেকে ঝামেলা ধাক্কাধাক্কিতে পুকুরে পরে মৃত্যু এক ব্যক্তির।
উদয়নপল্লী, নিজস্ব সংবাদদাতা:- বেহালা শিলপাড়া উদয়নপল্লী পুকুর পাড়ের ঘটনা যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে অমিত ভান্ডারী(৪০) এবং তার সঙ্গে আরও তিন বন্ধু একসঙ্গে উদয়নপল্লী পুকুর পাড়ে বসে গত পরশুদিন বিকেল পাঁচটার সময় মধ্যপান করছিল। তারপরই পরিবারের কাছে ফোন আসে, অমিত ভান্ডারী জলে ডুবে অসুস্থ হয়ে গেছে। পুকুর পাড়ে গেলে পরিবারের লোকজন অমিত ভান্ডারীকে দেখতে পায় না স্থানীয় লোকজন জানায় অমিতকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তড়িঘড়ি পরিবারের লোকজন ছুটে যায় হসপিটালে গিয়ে দেখে ততক্ষণে অমিত ভান্ডারী মৃত, তার ঘাড়ে ও নাকের মধ্যে আঘাতে ছিন্ন রয়েছে পরিবারের নির্দিষ্ট অভিযোগ। পরিবার এর বক্তব্য এই বন্ধুদের সঙ্গেই এই ঘটনাস্থলে মারপিট হয়েছিল অমিত ভান্ডারীর সঙ্গে মারপিটের পরেই তাকে মারধর করে পুকুরে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। পরিবারের লোকজন জানাচ্ছে ঠাকুরপুকুর থানায় তারা এফআইআর করতে গেছিল কিন্তু এফ আই আর নেওয়া হয়নি ঠাকুরপুকুর থানা থেকে শুধুমাত্র জেনারেল ডাইরি করে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আজকের আবার ঠাকুরপুকুর থানায় এফআইআর করতে যাবে এবং তারা নির্দিষ্টভাবে অভিযোগ করছে এই চার বন্ধুর বিরুদ্ধে কারণ অমিত ভান্ডারীকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে চার বন্ধুর মধ্যে তিন বন্ধু পালিয়ে যায়। পরিবারের লোকজন শাস্তির দাবি করছে।

