২১ জুলাই’কে সামনে রেখে চকদিঘী অঞ্চল, জাড়গ্রাম অঞ্চল, জোতশ্রীরাম ও পাড়াতল ২ অঞ্চলে মিছিল ও পথসভা করা হয়।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-একুশে জুলাই কে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল , পথসভা , মিটিং করা হচ্ছে। আজ চকদিঘী অঞ্চল, জাড়গ্রাম অঞ্চল, জোতশ্রীরাম ও পাড়াতল ২ অঞ্চলে মিছিল ও পথসভা করা হয়। চকদিঘী অঞ্চলে মিছিল পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান আসিমা বাগ, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা। পরবর্তীতে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন জারোগ্রাম অঞ্চলে যান প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। সেখানে মেহেমুদ খাঁনের সাথে পা মেলান জেলা পরিষদের সদস্য শোভা দে,অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, প্রধান নূরজাহান বিবি সাহানা, সরোজ মান্না, সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। পারাতল ২ অঞ্চলে আয়োজিত মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, প্রধান মাবিয়া বেগম শেখ, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। জোতশ্রীরাম অঞ্চলেও ২১ জুলাই কে সামনে রেখে মিছিল ও পথসভা করা হয়। এখানে কর্মীদের সাথে পা মেলান ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলাচ্ছে এতেই বোঝা যাচ্ছে তৃণমূল মানেই মানুষের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি। তিনি বলেন জামালপুরেও ৪ জন তৃণমূল কর্মী শহীদ হন। তাই আগামী ২১ জুলাই জামালপুর ব্লক থেকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে উপস্থিত থাকবে। সেখান থেকে দলনেত্রী ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক যে নির্দেশ দেবেন তা তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এই মিছিল ও পথসভা থেকে আগামী কালকের বন্ধের বিরোধিতা করা হয়। অলক মাঝি বলেন ২১ জুলাই কর্মী সমর্থকদের কাছে একটি আবেগ নেত্রীর ডাকে সাড়া দিয়ে জামালপুরের প্রচুর মানুষ সেখানে উপস্থিত হবেন।

