আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে, উনিশে হাফ, একুশে সাফ- একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ : দিলীপ ঘোষ ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- একুশের আগে জল্পনা যখন তুঙ্গে, ঠিক এমন সময়েই দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট বললেন, আমরা জল্পনা, কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি।.. একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ’

প্রশ্ন: এমন ধারণা তৈরি হয়েছে যে, একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। এবং আজকে আপনার আসা, কারণ অনেক বিজেপি কর্মীরা, তাঁরাও একটা ধন্ধে ছিলেন, যে দিলীপ ঘোষ কী করবেন ? কী বলবেন

দিলীপ ঘোষ: দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয়, বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে। এবং তাঁরা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা, কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে। উনিশে হাফ। একুশে সাফ। একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ।..বিজেপি নিরন্তর এগোচ্ছে। নির্বাচনে ভাল ফল হয়েছে। আমার ধারণা, শমীকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি যখন (বিজেপি) রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। .. আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই। MLA হই। MP হই। তো তিনি আমার থেকে সিনিয়র লিডার। তাঁর প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন, সবাইকে কাজ করতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *