“প্লাস্টিক ব্যাগ বর্জন সুস্থ পরিবেশ অর্জন”- এই স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো।
নিজস্ব সংবাদদাতা, মালদহঃ- বিশ্ব প্লাস্টিক মুক্ত দিবসে মালদহে পথে নামলেন জেলাশাসক। নির্দিষ্ট মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক ও সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বেশকয়েকটি দোকানে বেআইনি প্লাস্টিক ব্যবহার হচ্ছে দেখে তা বাজেয়াপ্ত করেন জেলাশাসক। “প্লাস্টিক ব্যাগ বর্জন সুস্থ পরিবেশ অর্জন”- এই স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো। প্লাস্টিক ব্যবহার না করার জন্য শপথ গ্রহণ করেন প্রশাসন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ রাজ্যব্যাপী প্লাস্টিক মুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। জেলাশাসক জানান, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে একসঙ্গে করে মালদহকে নিষিদ্ধ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এখনও যারা কম মাইক্রোনের প্লাস্টিক তৈরি করছেন তাদের বিরুদ্ধে এরপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

