কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর, ফের গুলি চলল মালদায়৷
মালদা, নিজস্ব সংবাদদাতা :- কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর৷ ফের গুলি চলল মালদায়৷ মঙ্গলবার মাথায় গুলি লেগে নিহত হয়েছেন এক যুবক৷ নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৬)৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামে৷ পরিবারের সদস্যদের কথায়, প্রতিদিনের মতো এদিনও সাদ্দাম ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তিনি ওই ইটভাটার মালিক ৷ কিন্তু ভাটায় যাওয়ার আগে তিনি খোকরা গ্রামে সাকিলা…

