গুরুতর অসুস্থ রাজবংশী ভাষার প্রখ্যাত সাহিত্যিক ও বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত কমলেশ সরকারের শারীরিক খোঁজ নিতে এমজেএন মেডিকেলে পৌরপ্রধান ও এনবিএসটিসি চেয়ারম্যান।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-অসুস্থ বঙ্গরত্ন কমলেশ সরকারের শারীরিক খোঁজ নিতে এমজেএন মেডিকেলে পৌরপ্রধান ও এনবিএসটিসি চেয়ারম্যান। গুরুতর অসুস্থ রাজবংশী ভাষার প্রখ্যাত সাহিত্যিক ও বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত কমলেশ সরকার বর্তমানে এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ-তে ভর্তি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ হাসপাতালে পৌঁছান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।হাসপাতালের অধ্যক্ষ, অধীক্ষক ও…

