শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন, এবছর ৬২৯ বর্ষে পড়েছে।
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৭ জুন হবে রথযাত্রা।শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন।এবছর ৬২৯ বর্ষে পড়েছে।রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন।এবারও তার অন্যথা হবেনা।তাই আগেভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারীকরা। আজ শ্রীরামপুরে রথের যাত্রা যে পথে হয় সেই জিটি রোডের উপর সব কিছু ঠিক আছে কিনা দেখেন আধিকারীকরা।পরে মাহেশ জগন্নাথ মন্দিরের…

